তুমি আসবে বলে…….আমেনা ফাহিম

তুমি আসবে বলে,
অপেক্ষায় বসে ছিলাম সন্ধ্যা নদীর তীরে
না না একটু ভুল হয়ে গেল
আমি তো সেই পরন্ত দুপুর থেকেই প্রহর গুনছি
তুমি আসবে বলে…………।।
চারিদিকে তখন একটু একটু করে আঁধার ঘনিয়ে
অতিথি পাখিগুলো ডানা মেলে ফিরে যাচ্ছিল নীড়ে
ঐ দূর নদীতে পাল তোলা নৌকো গুলো
ধীরে ধীরে ধুয়াশা হতে লাগল
নিঃশব্দ প্রকৃতির মাঝে একা বসে আমি
তুমি আসবে বলে………।।
পশ্চিম আকাশে তখনও লাল সূর্যের রক্তিম আলোকরশ্মি
মেঘের সীমানায় লুকোচুরি খেলছে
হঠাৎ একগুচ্ছ কালমেঘ এসে ওইটুকু আলোতেও ভাগ বসাল
কুয়াশা ভেজা আঁধার নেমে এল
তুমি আসবে বলে………
নদীর বুকে অথৈ জল, কুলে আছড়ে পড়া জলের ধ্বনি
ছম ছমে পূবালী হাওয়ায় লোমহর্ষক শরীর
তবুও বসে আছি
তুমি আসবে বলে………।।
দেখতে দেখতে রাত্রি এখন নদীর বুকে
জনমানবহীন শূন্যতা ছাড়া কিছুই নেই চারপাশে
এবার বোধ হয় আমার চলে যাওয়াই ভালো
কিন্তু যদি তুমি আস, এই নীরব নদীর তীরে,
গুট গুটে অন্ধকারে, তোমার কষ্ট হবে না তো?
তাই অপেক্ষায় রইলাম
তুমি আসবে বলে………।
রাত্রি গভীর, আঁখি যুগল ভারী হয়ে এল
তুমি এলে, ছুঁয়ে দিলে আমার প্রতীক্ষার দুই নয়ন
এক মুহূর্তেই মনে হল, পৃথিবীটা আমার জন্যই জন্ম নিল………………।
সূর্যি মামার ঝলকানিতে, আঁখি যুগল অবাক চাহনিতে আকাশপানে
ঠিক যেমন ছিলাম, তেমনি আছি, কেও নেই আশেপাশে
এটা তবে স্বপ্ন ছিল, রাত পোহাল
তুমি আসবে বলে……………।।
তুমি এলেনা, কেন এলেনা? উত্তরের ভার আমি তোমায় দিবনা
আমার প্রতীক্ষার প্রহর রবে আমরন, অন্তিম জীবন…………
তুমি আসবে বলে………।।