আমি মানবতাপন্থী।।
—————
ধর্মপন্থী,ডানপন্থী,বামপন্থী,মধ্যপন্থীর ভিরে
আমার মত মানিবতাপন্থীর কি বা করার আছে!
তবুও আমি আছি আমজনতার হয়ে,
আমার নির্বাচনে যাবার তারা নেই
নানা রঙ্গের ছলাকলায় মেশানো পেশী,পেটুয়া বাহিনীর তাই দরকার হয় না।
আমি উন্নয়নের উড়াল সেতু বুঝি না
আমি চেতনা বিক্রি করি না,
সীসা যুক্ত বিষাক্ত বাতাস আর উন্নয়নের জ্যামে আটকে থাকা আমজনতার ভাগ্য নিয়ে খেলি না।
আমার সোনার বাংলা কে পারি না বানাতে বাংলা+স্তান,
আমি পারি না মানতে দালালি হিন্দুস্থান।
সবটাই আজ ষড়যন্ত্রের জাল।
আমার আটপৌরে জীবন,
কিভাবে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব সব।
তাদের ফ্রাঙ্কেনস্টাইন মার্কা হাসিতে মলিন হয়ে যাবে কি নাগরিক কলরব?
কেউ কি যাবে আমার সাথে মানবতার দ্বৈরথে?
হেঁটে চলি আমি আমিময় একলা নাগরিক পথে ।
রাজনীতির ভেতরের লুকিয়ে থাকা ফ্রাঙ্কেনস্টাইন নামক দানব চিরে ফুঁড়ে খাচ্ছে মানবতা,
প্রতিদিনের আটপৌরে জীবনের জালে
জীবনটা যেন এক তথাকথিত আদিম সঞ্চয়ন।
সংশয় আর দ্বিধার দুর্ভেদ্য কুয়াশার চাদর
উস্কোখুস্কো চুল বহুরাত্রির অনিদ্রাময় রক্তিম চোখ আর ক্লান্ত দেহটাকে নিয়ে চলছি টেনে মানবতার পথে।
কী লাভ বলো তথাকথিত সুসভ্য নাগরিকতার এই নিয়মনীতি মেনে ?
*****************

জাহিফ শরীফ নাসিম।
ঢাকা : ১১/০১/২০১৮ ইং।