অপেক্ষার ভালোবাসা।।
********************
অনেক স্বপ্নকথা জমিয়ে রেখেছি আবার দেখা হবার আশায়,
এভাবেই কেটে যাচ্ছে দিন মাস বছরের পর বছর।
জানি সব শেষ হয়ে গেছে ফেরার পথ কবেই,তবুও
আমার স্বত্বায় আজও অনেকটা রেখে গেছো
তোমার সমস্ত না থাকা জুড়ে…..।।

বুকের পাঁজরে ভালোবাসার ক্ষুদা নিয়ে নিদ্রাহীন রাত ভোর করে,
ভালোবাসার রোদ্দুরে মন পোড়া এখন অভ্যাসে দারিয়েছে।
তবে পরাজিত ভালোবাসা আজ জেনে গেছে
দুরুত্বই ভালোবাসার আরেক নাম,
আর ভালোবাসি বলেই তুমি থেকে যাবে না পাওয়ার খাতায়।

-“অনেক বদলে গেছি আমি”
শুধু এই কথাটা জানাবো বলে
কতোটা প্রার্থনায়,কতোটা স্বপ্নে তুমি জুড়ে আছো
এটা জানে শুধু আমার রক্তাক্ত বাস্তবতা!
তুমি শুনেছিলে কথাটা, কিন্তু দেখতে পাওনি,
কতোটা ক্ষয় নিয়েছি মেনে,নির্বাক দুই নয়নে।

তুমি জানো না,
নির্মল হাসি মেখে ঠোটের কোণে, কতোটা অভিলাষে ছুতে চেয়েছে মন তোমার অধর!
তুমি বুঝতে পারোনি,বুঝতে পারোনি কতোটা বিশ্বাসে
তোমার ভালোবাসা নির্ভরতার আশ্রয় হতে পারে কারো,
ভালোবাসা মনের বদ্ধ জানালা খুলে দিতে পারে ক্ষনিকের স্পর্শে,
আমি সেই ভালোবাসার কথা বলবো বলে অপেক্ষায় আছি।
=============
জাহিদ শরীফ নাসিম।
ঢাকা: ২৬-০১-২০১৮ ইং।