বসন্ত সংলাপ
: বসন্ত এসে গেছে…?
: হ্যা, ঐতো কোকিল ডাকছে ডালে।
: চলোনা, কৃষ্ণচূড়ার ছায়ায় বসে গল্প করি…!
: আচ্ছা , তবে গল্প নয়..!
: কেন…?
: কৃষ্ণচূড়া দেখব, কি অপরূপ সৌন্দর্য, তাই না..?
: হ্যা, রক্তাক্ত লাল..! আচ্ছা জানো কৃষ্ণচূড়া কেন লাল হলো…?
: না তো, কেন গো….?
: আমার হৃদয়ে ক্ষরণ হওয়া প্রতিটি রক্ত কণা শুষে নিয়ে সে আজ রক্তবর্ণ।
: হৃদয়ে রক্তক্ষরণ…? দেখিনি তো কোনো দিন?
: হৃদয়ের রক্তক্ষরণ দেখতে হলে হৃদয়ে প্রবেশ করতে হয়!
: কই দেখি…..?
: কীভাবে দেখবে…? হৃদয়টা তো এখানে নেই..!
: কেন, কোথায় সে…?
: তাকে নিয়ে চলে গেছে এক নিঠুর অপরিচিতা…!
তাকে আগে চিনতাম, এখন আর চিনতে পারিনা…
– জুনাইদ হাসান