বাবা আমার বাবা!
♥♥♥♥♥♥

বাবা তুমিও কি কষ্ট পাও!!
অগোচরে লুকিয়ে ফেলো চোখেরজল
দীর্ঘশ্বাস বুকের কনে হঠাৎ জমলে
রেলিং ধরে দাঁড়িয়ে থাকো!
মনকে করে উদাস তাকিয়ে দেখো আকাশ।
বাবা তুমিও কি কষ্ট পাও!

হঠাত দেখে অবাক হই
নিজের মনেই কষ্ট পাই
বাবা তুমি হাসি মুখে কষ্ট নাও !
কঠিন জীবন সহজ করে
আমায় তুমি তৃপ্তি দাও!

ও বাবা যখন আসে গ্রীষ্মকাল
কাঠফাটা ঐ রোদ্দুরেতে
কি ভিষন কষ্ট করে
মাথার ঘাম পায়ে ফেলে
আমাদের তুমি রাখো শীতল!!

ও বাবা তুমিও কি দুঃখ পাও!!
কষ্ট সয়ে নিজের মনে
আমায় তুমি বাঁচতে শেখাও
কঠিন জগত নিজে শয়ে
দুঃখ ভুলে বাস্তবতার বন্ধুর পথে
সহজ করে হাঁটতে শেখাও
আপন মনে!!
ও বাবা তুমিও কি কষ্ট পাও!!

______ঢাকা: ২৮ শে ফেব্রুয়ারি ২০১৮ ইং।
জাহিদ শরীফ নাসিম।।