একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’ এমন স্লোগানকে সামনে রেখে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’। জঙ্গিবাদবিরোধী ছবিটি নির্মাণ করেছেন আবু আকতারুল ইমান। আর এই ছবিটির মাধ্যমে নায়ক হিসেবে আসছেন ‘জাগো’ চলচ্চিত্র খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।২৬ মার্চ ইউটিউবে ছবিটির ট্রেলার উন্মুক্ত হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে ট্রেলারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, বিএফডিসির এমডি মো. আমির হোসেনসহ ছবিটির সঙ্গে জড়িত অনেকে।আসাদুজ্জামান নূর বলেন, ট্রেলারটিতে একটি গভীর বার্তা রয়েছে, যেটা খুব জরুরি- আমাদের দেশটি মানবতার দেশ, জঙ্গিবাদের নয়।তিনি আরো বলেন, ট্রেলার দেখে যা বুঝলাম এই ছবিটি তরুণদের জন্য। জঙ্গিরা তরুণদের মস্তিষ্কে প্রবেশ করে কাজ করে। র্যাব-পুলিশ চেষ্টা করছে অনেক। কিন্তু তাদেরকে ফিরিয়ে আনতে এভাবে চলচ্চিত্র দিয়ে, কাহিনিচিত্র দিয়ে ঠেকাতে হবে।মিস্টার বাংলাদেশ’-এর কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস। খিজির হায়াত খান ছাড়াও অভিনয় করেছেন শানেরাই দেবী শানু, টাইগার রবি, শামীম হাসান সরকার, মেরিয়ান ও শাহরিয়ার সজিব।এই ছবিতে কাজের ব্যাপারে জানতে চাইলে খিজির হায়াত বলেন, ‘হলি আর্টিজানে জঙ্গিদের আক্রমণে আমি খুব কাছের এক বন্ধুকে হারিয়েছি। এছাড়াও আমার পরিচিত অনেকেই আজ বিপথগামি। মানুষকে চলচ্চিত্রের মাধ্যমে সচেতন করব এই লক্ষেই ছবিটিতে কাজ করা।খল-অভিনেতা টাইগার রবি বলেন, ‘আমাকে দর্শক যে ধরনের ছবিতে দেখে থাকেন। এটি তার চেয়ে ভিন্ন ঘরানার। ভালো একটি ছবি হতে যাচ্ছে। সবার প্রতি আমার চাওয়া আপনারা এই ছবিটির প্রচারণা করুণ।কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটি জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের পর মুক্তি পাবে।