হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে আর সেই বাবার লাশ দেখে এবার ছেলেও হার্ড অ্যাটাকে মারা যান। তফাৎ শুধু কয়েক ঘন্টা মাত্র। আর বাপ-ছেলের এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। রোববার (১৩মে) দিনগত রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। হার্ট অ্যাটাকে মারা যাওয়া ঐ বাবার নাম আব্দুল করিম আর ছেলের নাম আনোয়ারুল ইসলাম।

পারিবারিক সুত্রে জানাগেছে , শক্রবার দুপুরে বাবা আব্দুল করিম অাকস্মিকভাবে অ্যাটাক করে মারা যান। তার বড় সন্তান ঢাকা থেকে ফিরে বাবার লাশ দিকে হার্ট অ্যাটাক করেন। এমন অবস্থায় আনোয়ারুল ইসলামকে রংপুর মেডিকেল হাসপালে নেওয়া হয়। পরে শনিবার সকালে আব্দুল করিম জানাজা শেষে দাফন করা হলে। রোববার দিনগত রাতে সন্তান আনোয়ারুল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার(১৪মে) সকালে তার জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানান তার পরিবার। পলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলী এ ঘটনার সত্যতানিশ্চিত করেছেন।