আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আজ বৃহস্পতিবার রাতে এশার পর তারাবি নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখবেন তাঁরা। গতকাল বুধবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হলো। এরই পরিপ্রেক্ষিতে, আগামী ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টা ৪৬ মিনিটে সেহেরির শেষ সময়। আগামীকাল শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। আগামী শনিবার সেহরির শেষ সময় ভোররাত ৩টা ৪৫ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে প্রতিবারের মতো এবারও পড়া হচ্ছে খতমে তারাবি। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটা বেড়েছে। বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। পুষ্টিবিদ ও চিকিৎসকদের পরামর্শ, রোজা রেখে ভাজাপোড়া খাবার পরিহার করে শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া ভালো।