গ্রুপ থিয়েটার লোক নাট্যদলের লোককাহিনী ভিক্তিক জনপ্রিয় নাটক ‘সোনাই মাধব’ চীনের একটি নাট্য উৎসবে মঞ্চস্থ হয়েছে। লোকনাট্য দলের পক্ষ থেকে এই তথ্য জানান হয়। চীনের উনান প্রদেশে ‘রোড অ্যান্ড বেল্ট’ হেনান আর্ট ফেস্টিভ্যাল-২০১৮ নাটোৎসবে ১৭ ও ১৮ মে নাটকটির দু’টি প্রদশর্নী হয়। উৎসবে বিশ্বের ১৮টি দেশ অংশগ্রহণ করছে। লোকনাট্য দল তাদের ‘সোনাই মাধব’ নাটকটি নিয়ে উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।বাংলাদেশের গ্র“প থিয়েটার ‘লোকনাট্য দল’এর সভাপতি লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল উৎসবে যোগ দেয়। নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী নাটকটির গ্রন্থনা, সংগীত ও নির্দেশনা দেন।বাংলাদেশের এই নাটকটি বিভিন্ন দেশের নাট্যব্যক্তিগণ উপভোগ করেন। তারা নাটকটির অভিনেতা, কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করেন বলে লোকনাট্য দলের পক্ষ থেকে জানান হয়।

ময়মনসিংহ গীতিকার ওপর ভিত্তি করে রচিত নাটক সোনাই মাধব ’ ইতোপূর্বে দেশ-বিদেশে নাট্যপ্রেমী দর্শক নন্দিত হয়েছে। নাটকের গান, কাব্যধর্মী সংলাপ, সোনাই ও মাধবের প্রেম-বিরহের গল্পমালা কাব্য গীতে রূপ নিয়েছে। নাটকের লোক গানগুলো বহুকালের পূরণো।তিনি গানগুলোকে নবরূপে উপস্থাপন করে সঙ্গীত প্রেমীদেরও নজরে এসেছেন। এ সব গান গত কয়েক যুগ ধরে গাওয়া হচ্ছিল না।নির্দেশক লিয়াকত আলী লাকী চীন সফরের আগে জানিয়েছেন, এ নাটকটি লোকনাট্য দলের বিশেষ প্রযোজনা। দেশে কয়েকশত প্রদশর্নী হয়েছে। বিদেশেও একাধিক প্রদশর্নী হয়েছে। তিনি বলেন, ময়মনসিংহ গীতিকার অনেক কিছুই হারিয়ে যাচ্ছিল। গানগুলো গাওয়া হচিছল না বহুকাল ধরে। এতো চমৎকার লোককাহিনী রয়েছে ময়মনসিংহ গীতিকায় তা বর্তমান প্রজন্ম অবগত নয়। দর্শকরা সাদরে গ্রহণ করেছে এ নাটকটি। লাকী বলেন, চীনের উৎসবে এই প্রথম বারের মতো আমরা যোগ দিচ্ছি। উৎসবে দুটি প্রদশর্নী সার্থকভাবে মঞ্চায়নের চেষ্টা থাকবে আমাদের।এই নাটকের আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণ নির্দেশনা দিয়েছেন শিল্পী সুজন মাহাবুব। ১৪ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী, স্বদেশ রঞ্জন, লিটন, আজিজুর রহমান, মোমিন, রাফি, রূপসা, সুচিত্রা, মেঘ, শিশির, সোহান, নীতি ও সুজন মাহাবুব।