প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লালমনিরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মোতাহার হোসেন এমপি। এসময় আগামী নির্বাচনে তিনি আওয়ামীলীগের চূড়ান্ত প্রার্থী বলে দাবি করেন ঐ এমপি। রবিবার (২০ মে) হাতীবান্ধা বীর মুক্তিযোদ্ধা মোতাহার কলেজে মাঠে গড্ডিমারী ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে এ প্রচারণা শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আমিই এই আসলের একমাত্র প্রার্থী এতে কোন দ্বিধা নেই। এসময় আগামী নির্বাচনে পুনরায় নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকল নেতা কর্মির প্রতি আহবান জানান তিনি।

গড্ডিমারী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আলিমুদ্দিন ডিগ্রী কলেজে অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক শ্যামল, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, সম্পাদক পারভেজ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হোসেন ভুট্টু, গড্ডিমারী আ’লীগের সম্পাদক এলিজা বেগমসহ ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।