গাজীপুরে অগ্নিকান্ডে এক বসত বাড়ির ২২ঘর পুড়ে গেছে। এসময় ঘরের দুই বাসিন্দা অগ্নিদ্বগ্ধ হয়েছেন। দ্বগ্ধরা হলেন- মো. ইকবাল হোসেন (২৫) ও আব্দুর রহমান (৩০)।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, রবিবার মধ্য রাতে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকার মমতাজ উদ্দিনের ভাড়া বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুইটি এবং শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুইটিসহ মোট চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকান্ডের সময় ঘরে ঘুমিয়ে থাকা ওই দুই বাসিন্দা বের হতে গিয়ে অগ্নিদ্বগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘরে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা ভাড়া থাকেন। আগুনে ভাড়া বাড়ির ২২কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।