বাউল স¤্রাট লালন শাহের জন্মস্থান ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরে স্থাপিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য্য “একতারা”। হরিণাকুন্ডু উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত একতারা ভাস্কর্য্যটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। দৃষ্টিনন্দন একতারা ভাস্কর্য্যটি মনে করা হচ্ছে বিশ্বের সুউচ্চ বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য্য। যার উচ্চতা মাটি থেকে ২৬ ফুট আর বেদি থেকে ২২ ফুট। হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান এড এম এ মজিদ জানান, ঝিনাইদহ সাংস্কৃতিসেবীদের দীর্ঘদিনের দাবী ছিল লালনের নিজ শহরে একটি একতারা ভাস্কর্য্য নির্মানের। সাংস্কৃতি কর্মীদের দাবী পুরন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তিনি বলেন এই একতারা ভাস্কর্য্যটি নির্মান করতে তার পরিষদ থেকে দুই লাখ টাকা ব্যায় করা হয়েছে। রাজশাহী বিশ্ব বিদ্যালয়েল চারুকলা বিভাগের শেষ বর্ষের ছাত্র শাওন সরদার ও অন্ত ১৫ দিন সময় নিয়ে একতারা ভাস্কর্য্যটি নির্মান করেন। যা এখন জেলাবাসির কাছে গর্বের বিষয়। হরিণাকুন্ডু শহরে লালনের একতারা প্রতিষ্ঠা আন্দোলনের পুরোধা ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী একরামুল হক লিকু বলেন, লালনের জন্মভুমি হরিশপুর ও শহর হরিণাকুন্ডুতে একতারা ভাস্কর্য্য নির্মানের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। একতারা ভাস্কর্য্যটি নির্মানের ফলে ভবিষ্যাত প্রজন্মের জন্য বাঙ্গালী সাংস্কৃতির ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, বাঙ্গালী সাংস্কৃতির আদি ঐতিহ্যের যে ধারা তার প্রতিনিধিত্ব করে বাউল সুর, যা ২০০৫ সালে ইউনিস্ক কর্তৃক স্বীকৃত। হরিণাকুন্ডু শহরের একতারা ভাস্কর্য্য সারা পৃথিবীর বাউলমনা মানুষকে আকৃষ্ট করবে বলেও লিকু মনে করেন।
ঝিনাইদহের হরিণাকুন্ডু শহরে বিশ্বের সর্বোচ্চ বাদ্যযন্ত্র ভিত্তিক ভাস্কর্য্য “একতারা” নির্মিত !
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন
বর্তমান বিশ্বে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোনকে তাই আরও সহজলভ্য করতে এবং সবার হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক...
শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪
বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে আসলো বহুল প্রতীক্ষিত শাওমি রেডমি নোট ১৪। ফ্ল্যাগশিপ মানের এই...
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। নোট ৬০এক্স নামের আকর্ষণীয় মূল্যের এ ফোনটিতে থাকছে আকর্ষণীয় ড্রপ প্রোটেকশন ফিচার। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে...
রিয়েলমি সি৭৫ এর চমক দেখল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
রিয়েলমির সর্বশেষ ডিভাইস সি৭৫ নিয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। স্থায়িত্ব ও পানিরোধী পারফরমেন্সের অভিজ্ঞতা সরাসরি দেখানোর মাধ্যমে ডিভাইসটির সাথে শিক্ষার্থীদের...
চতুর্থ প্রজন্মের পরমাণু চুল্লী প্রযুক্তি বাস্তবায়নে রসাটমের সাফল্য
পরবর্তী প্রজন্মের ফাস্ট নিউট্রন রিয়্যাক্টরের জন্য জ্বালানী তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। চতুর্থ প্রজন্মের বিএন-১২০০ রিয়্যাক্টরের জন্য ইউরেনিয়াম-প্লুটোনিয়াম ভিত্তিক...