আমি সে একুশ

আমি প্রথম আমি শেষ
আমি শত প্রলয়ে নটরাজ
হয়ে অন্যায়কে ছাড়িনি লেশ।

আমি এক অভিন্ন সুর
শত বন্ধুর পথ অতিক্রম করে
আজ পৌঁছেছি বহুদূর।

আমি একটি চির জীবন্ত ক্ষণ
সাহস আর বীরত্বের অক্ষরে লিখিত
আছি ,থাকব সদা নবতন।

আমি চির তরুণ
রক্তের কালিতে রাঙিয়েছি
তবু এনেছি প্রাণের অরুণ।

আমি ‘সে একুশ বায়ান্নর
আমার আত্মবিশ্বাসে
বলীয়ান হয়েছে বহু দেশ-দেশান্তর।

আমি বাঙালীর রক্তে রাঙা একটি ভোর
সব বাঁধা ভেঙ্গেচুরে
খুলেছি অধিকার আদায়ের দোর।

আমি ‘সে একুশ উজ্জ্বল করেছি বিশ্বদরবার
মাতৃভাষার তরে অকাতরে মরে
নিখিলে গড়েছি বাঙালীর অম্লান অহংকার।

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় .

আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাবি.