কলকাঠি

গরমে ঝরে ঘাম
টপটপ অবিরাম
ফ্যান ঘুরে সারাক্ষণ
কানে লাগে বনবন
হাওয়া খেয়ে মাথা গরম
মেজাজটা হয়না নরম
গরমের সাথে তালমিলিয়ে
মেজাজ চলে আগবাড়িয়ে
সর্দি-জ্বর আর চিকনগুনিয়া
বাড়ছে প্রত্যহ দেশ জুড়িয়া।

তাল,তরমুজ,ঠান্ডা পানি
ঝরে শুধু নগদ মানি
বরফ লেবুর শরবতে ঝড়
বরফ পানি কি শুদ্ধ-বিশুদ্ধ কে রাখে খবর?
গরম বাজার গরম মাথা
প্রত্যহ ভরছে দেখ পত্রিকার পাতা।
রিলেশনেও দেখা দিয়েছে মন্দা,
যদি মাথা গরম থাকে সকাল থকেে সন্ধ্যা
কে বলে মজার কথা, “প্রিয়া তুমি খাইছ?”
অজ্ঞাতে বলে,“আজ তুমি কয়বার নাইছ?”

সব কথা আজ গিয়েছে ভুলে
প্যানপ্যানানি ছাড়া রিলেশন কি থাকে ঝুলে?
তবে এ দেশেতে ভাই যাদের আছে দু’চারটা এসি
গরীবের ঠ্যাং আর বাজার গরম করেছে ভাই তাদেরই হাসি।
পায়ে পা তুলে, পা নাচাতে
কে না পারে এ জগতে?
গরীব মরুক ,মরুক বাস্তহারা মানুষজন
তবু থাকুক তাদের পরিচয় মহান!

লেখক ঃ মুহাম্মদ হাসান মাহমুদ ইলিয়াস
শিক্ষার্থী,দর্শন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় |
আবাসিক শিক্ষার্থী ,স্যার এ.এফ.রহমান হল,ঢাকা বিশ্ববিদ্যালয় |