সকাল হবে সাথি

সকাল বেলার ছায়া বানি
মনটা করে পূজারানী।
ইচ্ছে জাগে নতুন করে
বাধবো ঘর নদীর তীরে।

প্রকৃতির এই লীলা খেলা
চলবে বহুদিন সব বেলা।
থাকবে না আর হিংসা
এক হয়ে নিবো মিমাংসা।

ফুটবে মনে নতুন আশা
মানবের মাঝে করবো বাসা।
যাব আমি আকাশে উড়ে
অতীত ঠিকানার ভিড়ে।

আসবে সবার চোখে সকাল
চোখ না ফিরাতে হবে বিকাল।
থাকবে চিরদিন চলতে
এইটাই হবে মানবকে মানতে।

লেখক পরিচিতি
নয়ন কান্তি দে
বাংলাদেশ পুলিশ
প্রাক্তন ছাত্র কক্সবাজার সিটি কলেজ
বর্তমান ছাত্র চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ(বিএসএস)।