পিঙ্ক ফ্লয়েড এর গিটারিস্ট ও ভোকাল ডেভিড গিলমোর তার ব্যক্তিগত ব্যবহারের ১২০টি গিটার নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গে গিলমোর বলেন, ‘এই গিটারগুলো আমার খুব প্রিয় এবং অনেকগুলোই এত বছর ধরে আমাকে অনেক সুর উপহার দিয়ে আসছে। গিটার তৈরি হয় সুর তৈরির জন্য। আমি চাই এগুলো যেখানেই গিয়ে পৌঁছাক, তার কাছে যেন সুর তৈরি করে এই গিটার। গিটারগুলোকে নিলামে তুলে আমি আমার চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে সাহায্য করতে চাই। এই গিটারগুলোর চলে যাওয়া দেখতে খুব কষ্ট হবে। হয়তো এগুলোর মধ্যে থেকে একটি বা দুটি গিটার আবার কিনে ফিরিয়ে আনবো নিজের কাছে।’

মানবতার তরে দ্য ব্লাক স্ট্র্যাট, দ্য নাম্বার ওয়ান স্ট্র্যাটসহ অন্য গিটারগুলো নিলামে উঠাচ্ছেন এই জনপ্রিয় গিটারিস্ট। আগামী ২০ জুন নিউইয়র্কে এই নিলামের আসর বসবে। গিটার বিক্রির অর্থ তিনি চ্যারিটিতে দান করবেন। গিটারগুলোর প্রতিটির দাম ৩০০ ডলার থেকে ১৫০০০০ ডলার পর্যন্ত।