রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। এ ঘটনায় যেকোনো সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইলো গভীর সমবেদনা। সেইসঙ্গে ২০ জানুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
চিঠিতে জাতিসংঘ মহাসচিব অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি যেকোনো ধরনের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানসনে। পরে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকা-ে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। উদ্ধার পরবর্তী সময়ে ৬৭ জনের মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন।