বরিশালের গান

মুই জন্মায়াছি বরিশালে ধান নদী খাল ইলিশ মাছ মহিষের দধির দেশে
আহা বেশ বেশ কি মজা কি মজা
আমি জন্মাইয়াছি বরিশালে মাতুব্বারি করি উপমহাদেশে
বরিশালে জন্মাইয়াছে আদি কবি মিন নাথ
বরিশাল বিখ্যাত আজ সাহিত্য উপমহাদেশে
আহা বেশ বেশ কি মজা কি মজা
মুই জন্মাইয়াছি বরিশালে রাজনীতিতে বিখ্যাত উপমহাদেশে
উপমহাদেশের রাজনীতিবিদ ছিলেন মহাত্মা গান্ধী
তিনি প্রশংসা করেছিলেন বরিশালবাসীর ১৯২১ সালে
সারা ভারত যখন ঘুমায় বরিশাল তখন জাগ্রত
জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন বাংলার শস্য ভা-ার বরিশাল
আহা বেশ বেশ কি মজা কি মজা মোরা জন্মায়াছি বরিশালে
রাজনীতি করি সারা উপমহাদেশে
বরিশালকে বিশে^র কাছে পরিচিতি করেছেন যিনি
তিনি ছিলেন মহাত্মা অশি^নী কুমার দত্ত
যার মহিমায় মহিমান্বিত বি.এম স্কুল ও কলেজ বরিশাল শহরে
বাঙালিদের শিক্ষার অগ্রদূত শ্রমিক কৃষক দরদী গরিবের বন্ধু
তিনি হলেন মোদের নেতা শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক
তার মহিমায় মহিমান্বিত ঢাকা বিশ^বিদ্যালয় আজ
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোর বাড়ি বরিশালে সরদারি করি সারা বাংলাদেশে
বিশ^ জোড়া খ্যাতিমান কবি ছিলেন যারা বরিশালে
তারা হলেন মুকুন্দ দাস, কামিনি রায়, জীবনানন্দ দাস, জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক, কুসুম কুমারী
আহসান হাবীব, আবু জাফর ওবায়দুল্লাহ্ খান ও আসাদ চৌধুরী
আহা বেশ বেশ কি মজা কি মজা
আমার বাড়ি বরিশালে মোর বিচরণ সারাবিশে^
স্বাধীনতার জন্য বাঙালি সেনাবাহিনীদের যিনি করেছেন ঐক্য
তিনি হলেন লেঃ কমান্ডার মোয়াজ্জেম হোসেন
তিনি হলেন আগরতলা মামলার ২য় আসামী ও স্বাধীনতার প্রথম শহীদ
মামলায় আরো যারা ছিল অভিযুক্ত তাঁরা হলেন কর্ণেল হুদা, আবদুস সামাদ, ফজলুল হক
বরিশালের কৃতি সন্তান রাজনীতিতে খ্যাত যাদের নাম
যাদের নাম বাংলাদেশের মাটি মানুষের সাথে আছে মিশে
তারা হলেন খান বাহাদুর হাশেম আলী খান, খান বাহাদুর হেমায়েত উদ্দিন আহমেদ
স্পীকার আব্দুল ওহাব খান ও বিচারপতি আবদুল জব্বার খান
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ^াস, মহিউদ্দিন আহমেদ, আমির হোসেন আমু
তাদের খ্যাতিতে রাজনীতি আজো মহিমান্বিত বাংলাদেশে
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোর বাড়ি বরিশালে রাজনীতি করি বাংলাদেশে
যার লেখনীতে বাঙালিরা জেগেছিল স্বাধীনতার জন্য
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে
তিনি মোগো প্রিয় সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়া
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোরা জন্মাইয়াছি বরিশালে সরদারি করি সাংবাদিক জগতে
স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করেছেন যিনি
মোদের নেতা ড. কামাল হোসেন
অসাম্প্রদায়িক রাজনীতি ও আইনের শাসনের অগ্রসেনানী তিনি
আমাদের বাড়ি বরিশালে মাতুব্বারি করি আইন অঙ্গণে
৫২’র ভাষা শহীদদের স্মরণে গান লিখেছিলেন যিনি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়রি
তিনি হলেন বিশ^বিখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী
সেই গানেরই গায়ক হলেণ মোদের শিল্পী শহীদ আতলাফ মাহমুদ
ভাষার জন্য প্রথম গানের প্রথম গায়ক আব্দুল লতিফ
ওরা মোদের মুখে ভাষা কাইড়া নিতে চায়
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোদের বাড়ি বরিশালে মাতুব্বারি করি জাতিসংঘে
৬২ সালে শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়াছিলেন যারা
তাঁরা হলো জননেতা রাশেদ খান মেনন, অগ্নিকন্যা মতিয়া চৌধুরী
সওগাতুল আলম সগির ও আসমত আলী সিকদার
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোদের বাড়ি বরিশালে নেতৃত্ব দেই ছাত্র রাজনীতিতে
৬৯’র গণআন্দোলনে নেতৃত্ব দিয়া বিশ^জোড়া খ্যাতি যাদের নাম
তিনি হলেন জনগণের নেতা তোফায়েল আহমেদ ও মোস্তফা জামাল হায়দার
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোদের বাড়ি বরিশালে রাজনীতির নেতৃত্ব দেই বাংলাদেশে
ভাষা আন্দোলনে ৪৮ ও ৫২ সালে নেতৃত্ব দিয়েছিলেন যারা তাঁরা হলেন
বিচারপতি আব্দুর রহমান চৌধুরী
কাজী গোলাম মাহবুব, এডভোকেট শামসুল হক চৌধুরী
মজিবুল হক, বাহাউদ্দিন চৌধুরী ও কাজী বাহাউদ্দিন
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোদের বাড়ি বরিশালে মোদের সুখ্যাতি সারাবিশে^
নারী জাগরণ আন্দোলনে খ্যাতি মোদের সারা বাংলাদেশে
তাঁরা হলেন কবি সুফিয়া কামাল ও মনোরমা বসু মাসিমা
আমাদের জন্ম বরিশালে প্রতিবাদে ও সাহসে বিখ্যাত বিশে^
বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যারা জীবন বাজি রেখেছিলেন তাঁরা হলেন
সাবেক সচিব সিরাজ উদ্দীন আহমদ ও প্রতিমন্ত্রী শাহজাদা আবদুল মালেক খান
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোগো বাড়ি বরিশালে মোদের খ্যাতি বাংলাদেশে
তারা হলেন বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ, অধ্যাপক সরদার ফজলুল করিম, সাংবাদিক সন্তোষ গুপ্ত
খাপরা আন্দোলনের আব্দুস শহীদ ও শহীদ আব্দুর রব ছেরনিয়াবাত
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোর জন্ম বরিশালে মাতুব্বারি করি বাংলাদেশে
মুক্তিযুদ্ধে সেরা সন্তান যারা বাংলাদেশে
তারা হলো শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা,
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী মো. মোস্তফা কামাল
সেক্টর কমান্ডার মেজর জলিল, কর্ণেল হুদা
আমাদের বাড়ি বরিশালে মাতুব্বারি করি বাংলাদেশে
বরিশালে আমাদের বালাম চাল ও ইলিশ মাছ
বালাম চাল ও ইলিশ মাছের জন্য হই আমরা ধন্য বিশে^র কাছে
মুই জন্মাইয়াছি বরিশালে সুখ্যাতি সারা বাংলাদেশে
স্বাস্থ্যের জন্য উপকারি ফল আছে যত
আমড়া, কামরাঙ্গা, পেয়ারা, সুপারি ও নারিকেল
এইসব ফল খাইয়া স্বাস্থ্যবান হই মোরা
আহা বেশ বেশ কি মজা কি মজা
মোদের বাড়ি বরিশালে নেতা হই বাংলাদেশে
স্বাধীন দেশে স্বাধীন দুর্নীতি কমিশনে প্রথম যিনি চেয়ারম্যান
তিনি হলেন বিচারপতি সুলতান হোসেন খান
আহা বেশ বেশ কি মজা কি মজা
আমাদের বাড়ি বরিশালে নেতা হই বাংলাদেশে
ঢাকা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আখতারুজ্জামান
চিত্রাভিনেতা গোলাম মোস্তফা, আলমগীর কবির ও জাদুকর জুয়েল আইস
আহা বেশ বেশ আমাদের বরিশালে দার্শনিক আছেন যারা তারা হলেন
আরজ আলী মাতুব্বর, অধ্যাপক তপন চৌধুরী ও অরুন্ধতি রায়
আসুন সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাইসব
মোরা গড়ি অসাম্পদ্রায়িক গণতান্ত্রিক বিশ^ ভাই

গান রচয়িতাঃ এম.এ জলিল

লেখক পরিচিতি: সভাপতি, জাতীয় গণতান্ত্রিক লীগ