মাদারীপুরের নিহত ছাত্রলীগ নেতা লিমন মজুমদার (৩০) আতœহত্যা করেনি। তাকে শু-পরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহত লিমনের পরিবার। তারা আজ মঙ্গলবার সকালে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
নিহত লিমনের বাবা সার্জেন্ট (অবঃ) মোশারফ হোসেন বাবুল মজুমদার সাংবাদিকদের কাছে বিনীত অভিযোগ করে বলেন, লিমন কে শু-পরিকল্পিতভাবে হত্যা করা হলেও পুলিশ তা জোরপূর্বক আতœহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং পুলিশ এ ব্যাপারে একটি অপমৃত্যুর ঘটনা দেখিয়ে তার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছেন বলে দাবি করেন নিহত লিমনের বাবা। তিনি বলেন, পুত্রহারা শোকে তখন তিনি দিশেহারা ছিলেন এবং তখন তার কোন জ্ঞান বোধ ছিলনা। এ অবস্থায় একটি ফরমে পুলিশ আতœহত্যা লিখে আতœহত্যা মামলা বলে জানায়। তিনি দিড়ভাবে বলেন, আমার ছেলে আতœহত্যা করেনি, তাকে ইনজেকশন এবং চেতনানাসক ঔষধ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে।

এ সময় নিহত লিমনের মা লায়লা বেগম স্ত্রী রূপা এবং মামা লিপু কাজীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত লিমনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্ত্রী রূপা এবং মা লায়লা বেগম সহ গোটা পরিবার কান্নায় ভেজ্ঞে পরেন। তাদের এই হৃদয় বিদারক দৃশ্য দেখে উপস্থিত সাংবাদিকরাও অশ্রুসিক্ত হয়ে উঠেন।
নিহত লিমনের বাবা বাবুল মজুমদার আরও জানান, কোনো কুল কিনারা না পেয়ে তিনি গত ২৭শে মার্চ মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১. আবু বক্কর হাওলাদার ২. সুমাইয়া আক্তার ৩. আসিফ হোসেন হাওলাদার ৪. রহিম হাওলাদার ৫. শাহাদাত হাওলাদার ৬.শাওন মাদবর ৭.রকিব মাদবর ৮. মস্তফা মাদবর ৯.রিনা আক্তার ১০. রনি বেপারী ১১.সাথি বেগম সহ ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি। এবং ঘটনার ১ সপ্তাহ পরেও লিমন হত্যা ময়না তদন্ত রিপোর্ট পাওয়া জায়নি।

লিমনের পরিবার আরও অভিযোগ করেন, লিমন হত্যা কান্ডটি অন্যদিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তারা সুষ্ঠ এবং ন্যায় বিচারের স্বার্থে মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করার জন্য সাংবাদিকদের মাধ্যমে জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (২৫ মার্চ) সকালে শহরের আমিরাবাদ এলাকার ভুঁইয়া কমিউনিটির পিছনে লিয়াকত আলীর নির্মাণাধীন ভবনের দোতলায় লিমন মজুমদারের গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে।

সাবরীন জেরীন,মাদারীপুর প্রতিনিধি