ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অনিক হোসেন (৮) নামের এক স্কুল ছাত্রসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। শনিবার সকালে শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে বালু বোঝাই ট্রাক চাপায় অনিক নিহত হয় এবং খড়িখালি দাসপাড়া নামকস্থানে সবজি বাঝায় পিকআপ উল্টে আনিচুর রহমান নামের একজন নিহত হয়। শৈলকুপা ফায়ার স্টেশনের অফিসার আক্কাস আলী জানান, শনিবার সকালে কৃত্তিনগর গ্রামের লিটন মন্ডলের ছেলে তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছাত্র অনিক বাই সাইকেল যোগে কাতলাগাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনাস্থলেই অনিক মারা যায়, আহত হয় তার সাথে থাকা অপরছাত্র রিমন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বালুবাহী দুটি ট্রাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। পরে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নিহত অনিক কাতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। অপরদিকে, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা জানান, সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের খড়িখালী দাসপাড়া নামকস্থানে সবজি বোঝায় পিকআপ ভ্যান উল্টে বাঘার পাড়া উপজেলার দহখোল গ্রামের আনিচুর রহমান নামের একজন নিহত হয়। এ সময় সোহরাব হোসেন নামের আরেকজন আহত হয়।