দেখে যেও

————-
দেখে যেও একবার…
আমার বিনিদ্র রজনীর আয়োজন
কেমন পোড়া বাঁশীর সুরে সাজানো।
তুমি হীনা জীবনের খণ্ডাংশের
অনিশ্চিত স্বপ্ন গুলো
বাসা বাধে মনের আনাচেকানাচে,
অবিনশ্বর ঝড়ে উড়ে যায় নশ্বর স্বপ্নঘোর।
কখনো হেয়ালী কখনো খেয়ালী স্বপ্নে বুদ হয়ে পরে থাকি মৌনতায়।
দেখে যেও সময় করে একদিন,
আমার চাওয়া গুলো আজও একই বৃত্তে বন্দি
অথচ কি নিঃশব্দে দিন গলে যায়
দোল পূর্ণিমায় পার হয়ে
আবার আধার নামে ধরায়
থেকে যায় শুধু পোড়া বাঁশীর কান্না।
এসো একবার…..
দেখে যেও কেমন করে সাজিয়েছি আমার বাঁশীর সুর…
আসবে কি….?
শুধুই একটিবার…….
**********
জাহিদ শরীফ নাসিম।
নিউইয়র্ক।
০৪-২৯-২০১৯ ইং।