রাজধানীর মিরপুরের বিশিষ্ট রাজনৈতিক নেতা শেখ মান্নানের বাড়িতে তারই নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড অফিসে জুয়া খেলার অপরাধে ২১ জনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) আভিযানিক একটি দল। ৩১শে জুলাই (বুধবার) দিবাগত রাত ১২ টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজামুদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় মিরপুরের বিশিষ্ট নামী দামী ব্যাক্তিবর্গসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সকলকে এক মাসের কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। এসময় সেখান থেকে ৭১ হাজার ৭৫৭ টাকা নগদ উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাটি “টক অফ দ্যা মিরপুর” পরিনত হয়ে গোটা মিরপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।