ভালোবাসার একটা দিন 

প্রথম সকালটা দারুন ছিল,
কি সবুজ,কি সতেজ।
দুপুর টা ছিল রৌদ্র দীপ্ত
টপ টপ করে ঘাম ঝর ছিলো,
কিন্তু ভালোলাগা ছিল সারাক্ষণ।
বিকেলটা ছিলো কমলা আভায় রঙিন,
ছিলো মৃদুমন্দ হওয়া,
হাত দুটি ছিলো মুষ্টিবদ্ধ।
সন্ধ্যার নরম আলো টা উপভোগ করছিলাম।
তোমার মুখের দিকে তাকাতেই পারছিলামনা –
লজ্জায়,ভালোলাগায়,ভালোবাসায়।
লুকিয়ে লুকিয়ে একটু দেখেছিলাম,
উফফ কি শান্ত সরল সুন্দর মুখ তোমার।
রাতের বেলার মিষ্টি চাঁদের আলোয়
আমি ভাসিয়ে ছিলাম শাড়ির আঁচল।
তুমি আমার আঁচলের উপর মাথা রেখে শুয়ে
শান্ত চোখে আমার দিকে চাইলে,
খুব শান্ত নরম সুরে বললে,
ভালোবাসি,কেবলই ভালোবাসি।

?? তানিয়া তাজ