মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে ওঠার কীর্তি গড়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে রহমতগঞ্জ। ফাইনালে তারা মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-বাংলাদেশ পুলিশ এফসির মধ্যের জয়ী দলের বিপক্ষে। একমাত্র গোলটি করেছেন উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে আকপোপোভ আসরোরোভের বাঁকানো ফ্রি কিক দারুণ দক্ষতায় ফেরান মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। দশম মিনিটে মোহামেডানের জাপানি মিডফিল্ডার উরু নাগাতা ডি-বক্সের ভেতরে বল পেয়েও শট নিতে পারেননি।

ষোড়শ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় রহমতগঞ্জ। ডান দিক থেকে শাহেদুল আলমের ক্রস থেকে উজবেকিস্তানের ফরোয়ার্ড তুরায়েভ আকোবি দারুণ হেডে বল জালে জড়ান। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাক্সিক্ষত গোলের দেখা পায়নি তারা। ৪৩তম মিনিটে শাহেদ হোসেনের ক্রসে ইউসুফ সিফাত হেড করতে ব্যর্থ হন। প্রথমার্ধের যোগ করা সময়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওবি মনেকের শটও লক্ষভ্রষ্ট হয়। ৭৮তম মিনিটে মোহামেডানের আমিনুর রহমান সজীব জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নরিতোর হেড পোষ্ট ঘেঁষে বেরিয়ে যায়। ইতিহাস গড়ে রহমতগঞ্জ।