বাংলা একাডেমী কতৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা 2020 বেশ জমে উঠেছে । এবারের বই মেলায় বেহুলা বাংলা প্রকাশনী নিউইয়র্ক প্রবাসী কবি ও কথা সাহিত্যিক জাহিদ শরীফ নাসিম এর কাব্যগ্রন্থ “বিষণ্ণ বিষ্ময়” প্রকাশ করেছে।

প্রেম ,বিরহ এবং বোধের অপূর্ব সংমিশ্রণ রয়েছে প্রতিটি লেখায়। ভালোবাসা আর বিরহের শাব্দিক ইন্দ্রজাল কাব্য প্রেমিকদের মুগ্ধ করবে।

কাব্যগ্রন্থটিতে–কবি লিখেছেন কিছু হ্রদয়গ্রাহী কথামালা —

“কোথাও পাতা ঝড়ে যাচ্ছে
অথবা কোকিলের বিষণ্ণ কান্নার সুর
আর আমি বসে ভোরের রোদ আগলে দু-মুঠোয়…।
অপ্রাপ্তি সব পুষে রেখেছি হৃদয়ের চিলেকোঠায়,
বুক পকেটে যত্নে রাখা ছেঁড়া আঁচল,
আর নীল পাঞ্জাবীতে বসন্ত ঘ্রাণে তোমার অস্তিত্ব ।
জানি আজও অনেকটা রয়ে গেছো তোমার সমস্ত না থাকা জুড়ে…..।”

সব শ্রেণীর পাঠকদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন বইটির প্রকাশক । বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় “বেহুলা বাংলা প্রকাশনী”র 469,470,471 নং স্টলে।