বিমানেরর পরিচ্ছন্ন কর্মী দেড় কেজি সোনাসহ আটক, মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটে তাকে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি এভসেক সদস্যরা। এভিয়েশন সিকিউরিটি এভসেকের উপ পরিচালক আফজাল আরফান সবুজ জানান, সকালে বিমানের সুইপার মুসা মিয়া ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা সব কিছু স্ক্যানিংয়ে দেয়া হয়। সে সময় কিছুই পাওয়া যায়নি।আরফান আরো জানান, মুসার গতিবিধি ও আচরণ এভসেকের সদস্যদের সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এসময় ১৪ টি বার মোট এক কেজি ৬৫০ গ্রাম শোনা পাওয়া যায়। মুসার শরীরে শোনার বারগুলো কালো স্কচ টেপ দিয়ে পেঁচানো ছিলো।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, এভসেকের আনসার সদস্য শহীদ মূলত মুসাকে শোনার বারের জন্য চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তল্লাশি করে তার কাছে সোনার বার পাওয়া যায়।সোনার বারসহ আটক মুসাকে আইনি ব্যবস্থা নেয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর হয়েছে।