গাজীপুরে বারি’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এক কৃষিবিদকে কুপিয়েছে ছিনতাইকারীরা। তারা ওই কর্মকর্তার কাছ থেকে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম ড. মোঃ নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বারি) চাপাই নবাবগঞ্জের আঞ্চলিক উদ্যান গবেষণা কেন্দ্রে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
আহতের স্ত্রী শহীনা ও এলাকাবাসী জানান, চাপাই নবাবগঞ্জের নিজ কর্মস্থল থেকে ট্রেনযোগে গাজীপুরের বাসায় ফিরছিলেন কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম। বুধবার ভোরে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে বাসযোগে বাসার কাছে জয়দেবপুর-ঢাকা সড়কের চান্দনার মোল্লা আবাসিক এলাকার পদ্মা রোডে নামেন। এসময় মোটরসাইকেল আরোহী দু’ছিনতাইকারী এসে তার পথরোধ করে এবং চাপাতি দিয়ে বাম পায়ে কোপ দেয়। এতে নজরুল আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও হেয়ার এইডসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আহতকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে ছিনতাইয়ের এঘটনায় এলাকাবাসির মাঝে আতংক দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন সম্প্রতি ওই এলাকায় প্রায়শঃ সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
জিএমপি’র বাসন থানার ওসি একেএম কাওসার চৌধুরী জানান, ছিনতাইয়ের এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।