হে পৃথিবী! তোমার চোখে কেনো জল? 

হে পৃথিবী! তোমার চোখে কেনো জল?
অদৃশ্য এক নিরস্ত্র যোদ্ধার কাছে আজ তুমি পরাজিত
কোথায় তোমার পারমানবিক শক্তিবল?
কোথায় তোমার হিমালয় সম অহমিকা?
কোথায়? কোথায়? কোথায়? বলো কোথায়?
কোথায় তোমার শক্তিধর রাজা, মহারাজা, মহারাজ্ঞী?
অদৃশ্য এক নিরস্ত্র যোদ্ধার কাছে আজ তুমি পরাজিত
হে পৃথিবী! তোমার চোখে কেনো জল?

মৃত্যু, মৃত্যু, মৃত্যু, হে পৃথিবী!
তোমার অশরীরি ঐশর্যে আজ মৃত্যুর মিছিল
বেঁচে আছে কিছু অসারত্ব নির্জীব প্রাণ….
চিকিৎসাবিজ্ঞান আজ অসহায়, প্রযুক্তিবিদ্যা আজ অস্পৃশ্য
মানবতাবাদী ইটালি আজ মৃত্যুপুরী …..
মনে পরে সিরিয়ার সেই শিশুটির কথা!
মৃত্যুর আগে সে বলেছিলো (আমি আল্লাহকে সব বলে দিবো)
হে প্রভু ক্ষমা করো, ক্ষমা করো নির্দয় এই পৃথিবী কে….
অদৃশ্য এক নিরস্ত্র যোদ্ধার কাছে আজ তুমি পরাজিত
হে পৃথিবী! তোমার চোখে কেনো জল?

সহস্র অধিবর্ষ ধরে তুমি তোমার বক্ষে ধারন করেছো
ধর্মান্ধ কুসংস্কার, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্রাজ্যবাদ
বৈশ্বিক বিবর্তন, বিশ্বযুদ্ধের গ্লানি, নৈতিক অবক্ষয়
দুর্ভিক্ষপীড়িত মানুষের অসহনীয় আর্তনাদ,
মুল্যবোধ বিসর্জিত কলুষিত সভ্যতা………
যে সভ্যতায় মানুষ প্রাণ নেয় মানুষের
মানুষের রক্ত চুষে উম্মাদ হয় মানুষরুপি পশুর দল
প্রকৃতি তোমায় করেনি ক্ষমা……হে পৃথিবী
অদৃশ্য এক নিরস্ত্র যোদ্ধার কাছে আজ তুমি পরাজিত
হে পৃথিবী! তোমার চোখে কেনো জল?

– আমেনা ফাহিম।