খাগড়াছড়ির মহালছড়িতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে মহালছড়ি উপজেলা প্রশাসন। ২৯ মার্চ রবিবার দুপুর ৩ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুবাছড়ি ইউনিয়নে প্রতি ওয়ার্ডের ৫ টি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই সময় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্তের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ও উক্ত এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশের মতো মহালছড়িতেও বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এছাড়াও সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটি চলতেছে মহালছড়িতে। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস, ওষুধের দোকান এবং কাঁচাবাজার ছাড়া বন্ধ সব ব্যবসাপ্রতিষ্ঠানও। এজন্য বিপুল পরিমাণে মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই সময়ে অসহায় কর্মহীন মানুষের পাশে দাড়ালো মহালছড়ি উপজেলা প্রশাসন।

মিল্টন চাকমা কলিন,(মহালছড়ি)খাগড়াছড়ি