বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুইজন। সুস্থ হয়েছেন চারজন। শনিবার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে দুইজন শিশু। যাদের বয়স দশ বছরের নিচে। তিনজনের বয়স ২০ থেকে ৩০ বছর। দুইজন ৫০ থেকে ৬০ বছর। একজনের বয়স ৬০ থেকে ৭০। আরেকজনের বয়স ৯০ বছর।

আইইডিসিআরের পক্ষে সংবাদ সম্মলনে সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন দুজনসহ দেশে মৃত্যুর সংখ্যা মোট ৮ জন হলো। ২৪ ঘণ্টায় চারজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় ৩০ জন সুস্থ হয়েছেন বলে যোগ করেন তিনি। মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন আরও বলেন, ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে যে ৯ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে শনাক্ত করা হয়েছে। ঢাকার বাইরে একজন রোগীকে শনাক্ত করা হয়েছে।