মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। সবাইকে ঘরে ঈদের নামাজ আদায় করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

ঈদের জামাত অনুষ্ঠিত না হলেও নামাজের ১০ মিনিট আগে মসজিদে মসজিদে তাকবির আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ প্রচার করা হবে।

ঈদুল ফিতরের নামাজ ঘরে আদায় করার সঙ্গে ঈদ উদযাপনে পার্টি ও উৎসব করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কোনো ধরনের গণজমায়েত করলে ১০ হাজার দিরহাম এবং জমায়েতে অংশ নিলে ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে করোনায় মোট আক্রান্ত মোট আক্রান্ত ২৬০০৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৮০৯ জন। মোট মৃতের সংখ্যা ২৩৩ জন।