খুঁজে ফিরি তোমার স্পর্শতা

চেনা শহর চেনা পথ
আজ সব কিছুই
কেমন যেন অচেনা লাগে!

ইট কাঠ পাথরের
কংক্রিটের এই শহরের
সব কিছুই এখন
বড় অচেনা মনে হয়!

তুমিও আজকাল
বড্ড অচেনা হয়ে গেছো!

আমার টেবিলের ওপর রাখা
কবিতার খেরোখাতার
পাতাগুলো দীর্ঘশ্বাসের
হাওয়ায় ওড়াউড়ি করে!

মনের অন্তরালে
জমে থাকা কিছু প্রশ্ন
উত্তরহীনতার অবজ্ঞায়
মুখ থুবড়ে পড়ে আছে!

তোমায় নিয়ে
সাজানো অনুভূতিগুলো
অনাকাঙ্ক্ষিত ট্রেনে
চেপে বসেছে
দুরদেশ পাড়ি দিবে বলে।

রোদ্র ছায়ার
লুকোচুরি খেলায়
আনমনা দিনগুলোতে
আমি ভেসে বেড়াই
অনিয়মের মেঘের ভেলায়।

দিন দিন আমাদের
সম্পর্কের দেয়ালে
ব‍্যবধানের স্তর গেছে বেড়ে!

সম্পর্কের বাঁধন
শিথিল হতে হতে
কখন যে
আলগা হয়ে পড়েছে
বুঝতেই পারিনি আমি।

তবুও অবুঝ মনের অনুভূতিগুলো
আলো আধারে খুঁজে বেড়ায়
তোমার নিঃশ্বাসের স্পর্শতা।

-রুদ্র অয়ন এর কবিতা