সংগ্রামে- চেতনায় হও উজ্জীবিত

নারী,
থেকোনা তুমি শুধুমাত্র
নারী কিম্বা মহিলা হয়ে ;
তুমি মানুষ হও।
ভেদাভেদ বৈষম্যের
দেয়াল চিরে
চলায় বলায়
অফিস- কর্মস্থলে
বাসে বা ট্রেনে
পথে প্রান্তরে
ঘরে বাইরে
তোমাকেও সম্মান দিয়ে চলুক
পুরুষ শাসিত সমাজ সংসার।

অধিকার বুঝে নাও
সমানে সমান।

শুধু মাত্র নারী বা মহিলা নও
ভেতরে বাইরে নিজেকে
মানুষ ভাবতে শেখো।
পর্দার বেষ্টনীতে
প্রসাধনী সামগ্রীর মতো
তোমায় ভোগ করুক পুরুষ
অবলা অবোধ গাভীর মতো
দুধের বাট টেনে নিলেও চুপ
করে থাকো নিঃশব্দে
ফেলে যাও অশ্রু
এমনই হয় যদি
তবে অবোধ গরু আর
তোমার মধ্যে থাকে কি
তফাৎ কোনও!

তুমি বরং মানুষ হয়ে ওঠো
জেগে ওঠো
প্রতিবাদী হও
আত্মহুতি নয়
বরং প্রতিশোধ নাও।

দু’একটা বখাটে ইভটিজারকে
জুতাপেটা করো জনসম্মুখে।

সংগ্রামে, সচেতনতায়
উজ্জীবিত হও।

হয়ে ওঠো বেগম রোকেয়া,
অথবা সুফিয়া কামাল।

প্রয়োজনে আবার হয়ে ওঠো
দশভুজা বা মহাকালী।
ঘুচিয়ে দাও ওদের
ঠুনকো অহংবোধ।

যারা তোমায়
ভোগ্যময়ী দ্রব্য ভাবে
কেটে ফেলা হোক
তাদের অন্ডকোষ।

নারী তুমি
মানুষ ভাবতে শেখো নিজেকে।
আত্মাহুতি নয়
প্রতিবাদী হও,
সংগ্রামে, চেতনায় হও উজ্জীবিত।

-রুদ্র অয়ন এর কবিতা