করোনাভাইরাস সংক্রমণ রোধে মাদারীপুরের শিবচর উপজেলায় দ্বিতীয় দফায় চলছে লকডাউন। বুধবার (১৭ জুন) ভোর ৬টা থেকে এই লকডাউন কার্যকর শুরু হয়েছে। এতে বন্ধ রয়েছে উপজেলার অধিকাংশ দোকানপাট। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে প্রথম লকডাউন ঘোষণা করা হয় মাদারীপুরের শিবচর উপজেলায়। পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত মেনে তা আবার সীমিত করা হয়। তবে করোনার আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ায় ভোর থেকে আবারও শুরু করা হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। এতে বন্ধ রয়েছে উপজেলার অধিকাংশ দোকানপাট। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হলে নেয়া হচ্ছে ব্যবস্থা।

তবে, দুপুর ১২টা পর্যন্ত কাঁচাবাজার, ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও সার্বক্ষণিক ওষুধের দোকানসহ জরুরি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার ভোর থেকে মাদারীপুর সদর, কালকিনি ও রাজৈর উপজেলায় লকডাউন বাস্তবায়ন করা হবে।

সাবরীনজেরীন,মাদারীপুর।