রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবি করেছে অভিভাবক ফোরাম। স্কুলের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা। অর্ধেক টিউশন ফি কিস্তিতে পরিশোধের দাবিও জানায় অভিভাবকরা।

অভিভাবকরা বলেন, করোনার এই সময়ে তাদের অনেকেরই আয় কমে গেছে। অনেকের জন্য পুরো টিউশন ফি দেয়া কষ্টসাধ্য। তাই করোনাকালে যাতে টিউশন ফি অর্ধেক নেয়া হয় সেই দাবি জানাচ্ছেন তারা।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধনে অংশ নেন অভিভাবকরা। টিউশন ফি কমানো ছাড়াও বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয় মানববন্ধন থেকে। করোনার সময় যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি না হয় সেজন্য অনলাইন কারিকুলামের উপর গুরুত্ব দিতে স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিভাবকরা। এছাড়া আগামী সেমিস্টারে টিউশন ফি যাতে না বাড়ানো হয় সেই দাবিও জানানো হয়েছে মানববন্ধন থেকে।