গাজীপুরের মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ অবকাঠামো বাস্তবায়ন (টিআর) কর্মসূচীর আওতায় জেলার ৩৫টি প্রতিষ্ঠাণের উন্নয়নের জন্য ষোল লাখ আটষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয়। সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন নাহার ভুইয়া গাজীপুর জেলা প্রশাসকের নাট মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের এ অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন। অনুষ্ঠাণে গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয় সম্পাদক জাকির হোসেন খোকন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মোস্তফা হোসেন হিমুসহ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।