নীলফামারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস শনাক্ত করণে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। বৃহস্পতিবার(৯ জুলাই)যার প্রাথমিক কাজ শুরু হয়েছে। শীঘ্রই এখান থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করে ফলাফল প্রদান করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নীলফামারীতে পিসিআর ল্যাব স্থাপন হলে নীলফামারী জেলা, পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের খানসামা উপজেলা নমুনা পরীক্ষার আওতায় আসবে। বর্তমানে নীলফামারী জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৭৫জন। মৃত্যু হয় ৮জন।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, নমুনা সংগ্রহের পর দ্রুত আমরা ফলাফল পাচ্ছি না। যার কারণে নমুনা সংগৃহিত ব্যক্তির কোয়ারেন্টিন নিশ্চিত করা যায় না। এখানে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিলো সকলের। পিসিআর ল্যাব স্থাপন হলে দ্রুত শনাক্ত করণ এবং সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।

 

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি