করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরে দুইজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

হাসপাতাল থেকে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ উল্যা নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তিনি সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা। শাহজাহান কামাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রায়পুর পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক তানজিদ কামালের বাবা। শাহজাহান কামাল ২৬ দিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে ২০ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুইজন। এ নিয়ে জেলায় এক হাজার১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৭৫০ জন রোগী সুস্থ হয়েছেন। প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গত ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যা মারা গেছেন। তিনি ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।