রিজেন্ট হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া প্রতিবেদন দেওয়ার কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাহেদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আবদুল বাতেন।

তিনি বলেন, ‘ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কথা সাহেদ স্বীকার করেছেন। রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যেসব রিপোর্ট দেওয়া হয়েছে তার বেশিরভাগই ভুয়া ছিল। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কিছু যন্ত্রপাতি রাখলেও ওই যন্ত্রপাতি দিয়ে করোনার কোনো টেস্ট করা হতো না। সেগুলো শুধুমাত্র হাসপাতালে শো-করে রেখেছিল।’

ডিবির এ কর্মকর্তা বলেন, ‘রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান শুরুর আগে কিছু মেশিনারিজ হাসপাতাল থেকে সরিয়ে ফেলেছে। এসব মেশিন কোথায় রাখা হয়েছে তা খোঁজা হবে। প্রয়োজন হলে ডিবি ফের অভিযানে যাবে।’ আবদুল বাতেন আরও বলেন, ‘সাহেদের বিষয় কোনো ভুক্তোভোগী অভিযোগ করতে চাইলে তাদের অভিযোগ নেওয়া হবে।’ এ ছাড়া রিমান্ডে সাহেদকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।