গাজীপুরে ঈদুল আযহাকে সামনে রেখে ভেজাল মসলা তৈরী ও বাজারজাত করার অপরাধে দু’ব্যবসায়ীকে দুই মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও আরো দু’জনকে জরিমানা করেছে আদালতে। বৃহষ্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রাণী কর্মকার এ দন্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা রাণী কর্মকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাসের পেয়ারা বাগান এলাকায় একটি কারখানায় হলুদ, মরিচ ও ধনিয়ার গুড়ো তৈরী করে সেগুলোতে কাঠের গুড়ো, জর্দার রং ও কাপড়ের রঙ মিশিয়ে সেই মসলা বাজারজাত করা হচ্ছে। এসব মশলা মানবদেহের জন্য মারাতœক ক্ষতিকর। এ গোপন সংবাদ পেয়ে বৃহষ্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে বিল্লাল হোসেন (৩৪) ও মঞ্জু মিয়া (৩৩) নামের দু’ব্যবসায়ীকে আটক করে। এসময় ৫বস্তা ভর্তি মরিচেরগুড়ো (প্রতিটিতে ১৫০ কেজি)সহ বিপুল পরিমান হলুদ ও ধনিয়ার গুড়ো জব্দ করা হয়। আটককৃতরা আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করে। পরে আদালত ভোক্তা অধিকার সংরক্ষন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে দুই মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এসময় তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে জব্দকৃত ভেজাল মসলা ধ্বংস করা হয়। দন্ডপ্রাপ্তদের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। ঈদুল আযহায় মশলার উচ্চ চাহিদার কথা বিবেচনায় অধিক মুনাফার আশায় এ কারখানা পরিচালনা করা হচ্ছিল বলেও জানান তিনি। এ অভিযানে সেনেটারী ইন্সপেক্টর, ব্যাটালিয়ন আনসার ও বাসন থানা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।