খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাস্থ শান্তিনগর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর ইন্তেকাল করেছেন। গত ১৯ আগষ্ট দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ ২০ আগষ্ট তাঁকে স্থানীয় শান্তিনগর কবরস্থানে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় মহালছড়ি থানার অফিসার ইনসার্জ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দীন, ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর এর মুক্তি যোদ্ধার গেজেট নং ৫১৫। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অধীনে যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন বলে জানা যায়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি