শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরিচলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা নদীতে নাব্য সংকট, তীব্র ¯্রােত ও পদ্মা সেতুর নিরাপত্তা জনিত কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরিচলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ঘাটে পরিবহনের দীর্ঘ সারি সৃষ্টিহচ্ছে।

আটকা পড়েছে শতাধিক পণ্য  বাহী ট্রাক। যাত্রীবাহী পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন চালকরা।
ঘাট কর্তৃপক্ষ বলছে, পদ্মানদীতে নাব্য সংকট, তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে রাতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। মূলত নাব্য সংকটের কারণেই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

যাত্রী ও পরিবহনচালকরা জানান, ফেরি চলাচল সীমিত করায় ঘাটে দূর্ভোগের সৃষ্টি হয়েছে।প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকা পড়েছে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে বিপাকে পড়ছেন। পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগেপড়ছেন তারা। কাঁঠালবাড়ী ঘাট ব্যবস্থাপক আলিম মিয়া জানান, তীব্র ¯্রােতে ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটেরাতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এই নৌরুটে বর্তমানে ৫টি ফেরি চলাচল করছে।

সাবরীন জেরীন,মাদারীপুর।