গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বাস উল্টে হেলপার নিহত হয়েছে। বুধবার দুপুরের এ ঘটনায় বাসের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়েছে। নিহতের নাম নুর ইসলাম (২৫)। সে ময়মনসিংহ জেলা সদর থানার দৌলত মুন্সি এলাকার কাদির মিয়ার ছেলে। নুর ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সৌখিন পরিবহনের হেলপার ছিল।

বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম চৌধুরী ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নগরপাড়া এলাকার বিআরটিসি ট্রেনিং সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে ইউটার্ন নিচ্ছিল। এসময় ময়মনসিংহ হতে ঢাকাগামী সৌখিন পরিবহনের যাত্রবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে ওই কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে বাসটি মহসড়কের উপর কাত হয়ে পড়লে বাসের হেলপার নুর ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাসের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ ও দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যহত হয়।