ইউএস ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে আলেক্সজান্ডার জেরেভকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতলেন ডমিনিক থিয়েম।

অস্ট্রিয়ান এই টেনিস তারকার ক্যারিয়ারে এটাই প্রথম কোনও বড় শিরোপা। রোববার প্রথম দুই সেটে হেরে গিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান ২৭ বছর বয়সী থিয়েম। পরের তিন সেট জিতে প্রথম শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন তিনি। নিউইয়র্কে ১৯৪৯ সালের পর প্রথম কেউ শুরুর দুই সেটে হেরেও শিরোপা জয়ের রেকর্ড গড়লেন থিয়েম। ডমিনিক থিয়েম জয় তুলে নিয়েছেন ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩ ও ৭-৬ গেমে। আবারের ইউএস ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতেছেন নওমি ওসাকা। জাপানের টেনিস তারকা ২-১ ব্যবধানে হারিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।