ব্যবসায় বেচা, কেনা ও খরচসহ সব ধরনের লেনদেনের হিসাব রাখার জন্য ‘টালিখাতা’ নামে একটি মোবাইল অ্যাপ সম্পূর্ণ ফ্রি ও ইন্টারনেট ছাড়াই ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা। হাতে-কলমে হিসাব রাখার ঝামেলা থেকে মুক্তি পেতে যে কেউ ব্যবহার করতে পারেন এ অ্যাপটি। ইতোমধ্যে টালিখাতার ৬ লাখেরও বেশি নিবন্ধনধারী ব্যবহারকারী রয়েছেন।

কম সময়ে মধ্যে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সাড়া ফেলা এ অ্যাপটির নতুন ফিচার ও সুবিধার আপডেটেড ভার্সন নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে এক কোটিরও বেশি কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যাতে ৩ কোটিরও বেশি মানুষ সম্পৃক্ত। অর্থনীতির এ বিশাল অংশটি আর্থিক অন্তর্ভুক্তি ও প্রযুক্তিগত দিক থেকে খুব বেশি সুবিধা পাচ্ছে না। তাদের কথা মাথায় রেখে ও তাদের ব্যবসা প্রসারে প্রযুক্তিগত নানাবিধ সহযোগিতা করাই টালিখাতার মূল উদ্দেশ্য।

এছাড়া, টালিখাতায় ব্যবসায়ীরা নিজেদের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যোগ করে সহজে কাস্টমারদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট নেয়া, সাপ্লায়ারদের পেমেন্ট দেয়া এবং ব্যাংকের সাথে সরাসরি লেনদেন করতে পারবেন।

এফআইডির (অর্থ মন্ত্রণালয়) সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘মহামারির এই সময় ছোট ব্যবসাগুলোকে ডিজিটালি কানেক্ট করা আরো বেশি জরুরি হয়ে উঠেছে। এটি বাস্তবায়নে সরকার এর সঙ্গে সম্পৃক্ত সব পার্টনারকে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এই সেক্টরের ডিজিটালাইজেশনে এবং ব্যবসা বৃদ্ধিতে টালিখাতার উদ্যোগ প্রশংসনীয়।’

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং অন্যতম প্যানেল স্পিকার ড. লীলা রশিদ বলেছেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় অংশ ব্যাংক থেকে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। প্রয়োজনীয় পুঁজির জোগান দিতে চড়া দামে তারা পুঁজি সহায়তা নিয়ে থাকে। তবে সঠিকভাবে ডিজিটাল প্ল্যাটফর্ম সেবা দিলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব।’

এ বিষয়ে শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, ‘সুপারস্টোরগুলো ব্যবসা পরিচালনার জন্য সফটওয়্যার ব্যবহার করছে। আমরা শহর ও প্রান্তিক সব ধরনের ব্যবসায়ীকে ডিজিটাল সুবিধা দিতে টালিখাতা তৈরি করেছি। এই অ্যাপটির সহজ ও ব্যবহার-বান্ধব ইন্টারফেস দিয়ে ব্যবসায়ীরা লেনদেনের হিসাবগুলোকে ডিজিটালাইজ করতে পারবেন।’

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালক। তবে এই খাতে লোন সরবরাহ করা খুব ব্যয়বহুল। কারণ এর জন্য নিবিড় তদারকির প্রয়োজন আছে। তাই অ্যানালগ ব্যবসাকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমাদের ডিজিটাল সমাধানগুলো দরকার। এ নিয়ে ব্র্যাক ব্যাংক টালিখাতার সঙ্গে বেশ কিছু কাজ করছে।’

অ্যাপ ডাউনলোড লিংক : https://app.tallykhata.com/aW5