করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীকে আবারও ভিসা নিতে হবে। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী এবং শ্রমিক ইস্যুতে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ যোগ দেন। অন্যদিকে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং মালয়েশিয়ার প্রতিনিধিরা অংশ নেন। কুয়েতের প্রতিনিধি যোগদান করার কথা থাকলেও দেশটির আমির মারা যাওয়ায় কেউ সভায় আসেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটিতে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনাকালে দেশে আসার পর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে। সৌদি কর্তৃপক্ষ ভিসা নতুন করে ইস্যু করবে বলে জানিয়েছে। এছাড়া, দেশে অবস্থানরত প্রবাসীদের সৌদি আরবে কাজের জন্য যেতে চাইলে সেখানকার নিয়োগকর্তাদের ছাড়পত্র লাগবে বলেও জানান তিনি।