গাজীপুরে নিখোঁজের পরদিন শনিবার রাতে এক দোকানের কর্মচারীর লাশ ঝিলের পাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোফাজ্জল হোসেন ওরফে তোফাজ্জল (৪২)। তিনি জামালপুরের সরিষাবাড়ি থানার বড়সাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

নিহতের বাবা আব্দুল মজিদ ও স্বজনরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের আক্কাছ মার্কেট গজারিয়া বন এলাকায় ভাড়া থাকতেন মোফাজ্জল। তিনি ৮/১০দিন আগে স্থানীয় ওমর ফারুকের জ্বালানী তেলের দোকানে কর্মচারী কাইয়ুমের হেলপার হিসেবে চাকুরি নেন। গত কয়েকদিন আগে তেলের টাকা চুরির অভিযোগে মোফাজ্জলের সঙ্গে কাইয়ুমের ঝগড়া বিবাদ হয়। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় মোফাজ্জল। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। পরদিন শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হায়দরাবাদের মধ্য হাজীপাড়া ঝিল পাড়ে মোফাজ্জলের লাশ পড়ে থাকতে দেখে।

জিএমপি’র পূবাইল থানার ওসি নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।