বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইউরোপের বিভিন্ন দেশে আঘাত হানছে। ফলে দেশে শীতকালীন করোনা কোন দিকে গতি পথ নেয় বা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্ক সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রমণরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি পালনের কড়া নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ যেভাবেই হোক এটি নিশ্চিত করতে হবে।
আজ সোমবার (২ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রী সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এখন দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি স্বস্তিদায়ক থাকলেও তা নিয়ে সন্তুষ্ট থাকার কারণ নেই। ফলে সবাইকেই সতর্ক থাকতে হবে। বিশেষ করে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই কেউ যাতে মাস্ক ছাড়া কোথাও না আসেন।