রাজধানীর মহাখালী এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকেই ধীরে ধীরে জড়ো হয়ে সড়কে নেমে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। চার দফা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সাইদুল ইসলাম নামের এক আন্দোলনকারী।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-করোনা মহামারিতে প্রুফ না নেওয়া, অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরু করা, স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করা এবং কোন শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নেওয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মহাখালীর সঙ্গে সংযুক্ত প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সব সড়কে চলাচলকারী মানুষ।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলে দুপুর ২টার দিকে তারা সড়ক ছেড়ে যায়। এরপরই সড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে।