এডাব পাবনা জেলা শাখার আয়োজনে ‘বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সুশাসন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব সভাপতি মোঃ মনজেদ আলী এর সভাপতিত্বে স্থানীয় একটি রোস্তোরায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীর। তিনি বলেন এনজিদের কার্যনির্বাহী কমিটি অনুমোদন সহজতর করা, বিভিন্ন উন্নয়ন কমিটিতে এনজিও প্রতিনিধি অন্তর্ভূক্তিকরণ এবং সক্ষমতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে পদক্ষেপ গ্রহণে ভূমিকা রাখা পদক্ষেপ গ্রহন করা হবে। এনজিওদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বাঁচতে চাই’র মো: আব্দুর রব মন্টু, টিএসপি’র সরকার মোহাম্মদ আলী, আসিয়াবের মো: আব্দুস সামাদ, কর্ণফুলি’র মো: আব্দুল লতিফ, নকসী বাংলা’র মো: সাইফুল ইসালাম, পড়শী’র মালা সরকার, হার্ডো’র মো: জাহাঙ্গীর আলম, বস-এর মো: মনজুর রহমান, বিএমএস’র মো: আনিছুর রহমান, ইছামতি সংঘে’র আসিকুজ্জামান চৌধুরী প্রমূখ। সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন এডাব বিভাগীয় সমন্বয়কারী কে এম ওবায়দুর রহমান (জুয়েল)। সেমিনার অনুষ্ঠান পরিচালনা করেন এডাব পাবনা-এর সদস্য সচিব নাসরিন পারভীন।